What is Asus Perfect Warranty (APW)?

আসুস সব সময় বিশ্বাস করে কাস্টমার ফার্স্ট, তাই আমরা আপনার ASUS ল্যাপটপের সাথে ২-বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এবং ডিভাইসটি কেনার প্রথম বছরে, ১-বছরের ASUS পারফেক্ট ওয়ারেন্টি (ASUS Perfect Warranty বা APW ) দিচ্ছি।

APW কি?

ASUS পারফেক্ট ওয়ারেন্টি (APW) হল ASUS ল্যাপটপের জন্য অতিরিক্ত প্রটেকশন সার্ভিস। অনেক সময় ইউজার দ্বারা এক্সেডেন্টলি ল্যাপটপের ক্ষতি হয়ে যায়। এটা হতে পারে ভুলে ল্যাপটপের উপর কফি পড়ে যাওয়া কিংবা হাত থেকে পড়ে ডিসপ্লে ভেংগে যাওয়ার মত অনাকাঙ্ক্ষিত ঘটনা।
এ ধরনের ক্ষতি সহ ASUS ম্যানুফ্যাকচারের ওয়ারেন্টির আওতায় না থাকা ল্যাপটপের যে কোনও ক্ষতির জন্য APW কভারেজ প্রদান করে। APW এর কভারেজের মধ্যে আন্তর্জাতিক ওয়ারেন্টিও অন্তর্ভুক্ত।

APW এর সময়কাল কতদিন?

ASUS ল্যাপটপ কেনার প্রথম বছর (১- বছরের জন্য) ASUS পারফেক্ট ওয়ারেন্টি কভারেজ ইউজার উপভোগ করতে পারবেন। এটা এককালীন সুবিধা, ইউজার একবারই এই ওয়ারেন্টি এভেইল করতে পারবেন।
APW আওয়াধীন ল্যাপটপ মেরামতের সকল খরচের ৮০% ASUS কভার করবে , বাকি ২০% গ্রাহক বহন করবেন।

APW কিভাবে পেতে পারি?

১. ASUS Member হিসেবে sign-up করুন। একটি অ্যাকাউন্ট তৈরি করে অফিসিয়াল ওয়েবসাইট/MyASUS অ্যাপে লগইন করুন

২. ক্রয়ের ৩-মাসের মধ্যে আপনার ল্যাপটপটি রেজিস্টার করুন